সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

৬ মাস পর সুদানে জরুরি অবস্থা প্রত্যাহার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

এফএনএস বিদেশ : সেনা অভ্যত্থানের ছয় মাস পর, জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে সুদানের সামরিক সরকার। গত রোববার দেশটির ক্ষমতাসীন নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ জানিয়েছে, সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার সঠিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত অক্টোবরে অভ্যুত্থানের পর থেকে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশটিতে। বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে দেশটিতে এ পর্যন্ত একশ জনের মতো মানুষ নিহত হয়েছেন। স¤প্রতি বিক্ষোভে নেতৃত্ব দেওয়া অনেককেই আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২১ সালের ২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল­াহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। যদিও পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল­া হামদক স্বপদে ফেরেন। দেশটিতে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও। সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরব হয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা। সুদানে তিন দশক ধরে প্রেসিডেন্টের ক্ষমতায় ছিলেন ওমর আল-বশির। ২০১৯ সালে ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com