শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

৬ মাস পর সুদানে জরুরি অবস্থা প্রত্যাহার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

এফএনএস বিদেশ : সেনা অভ্যত্থানের ছয় মাস পর, জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে সুদানের সামরিক সরকার। গত রোববার দেশটির ক্ষমতাসীন নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ জানিয়েছে, সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার সঠিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত অক্টোবরে অভ্যুত্থানের পর থেকে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশটিতে। বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে দেশটিতে এ পর্যন্ত একশ জনের মতো মানুষ নিহত হয়েছেন। স¤প্রতি বিক্ষোভে নেতৃত্ব দেওয়া অনেককেই আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২১ সালের ২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল­াহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। যদিও পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল­া হামদক স্বপদে ফেরেন। দেশটিতে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও। সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরব হয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা। সুদানে তিন দশক ধরে প্রেসিডেন্টের ক্ষমতায় ছিলেন ওমর আল-বশির। ২০১৯ সালে ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com