পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গতকাল গঠনের লক্ষে সাবেক সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এক জরুরী মিটিং আয়োজন করা হয়। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্যাহ হেল আসলাম, স্কুলের প্রধান শিক্ষক অঞ্জলী রাণী সরকার, সহকারী শিক্ষিকা ও শিক্ষক প্রতিনিধি তপতি রানী মালাকর, আফরোজা খাতুন, শেখ মনিরুজ্জামান, মুক্তি রানী কর্মকার, হীরা মনি, নিবেদিতা বাছাড়, অল্পনা বিশ্বাস ও রোকোনুজ্জামান। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য ও মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, ইউপি সদস্য ডাঃ আব্দুল গফুর, দাতা সদস্য আঃ মালেক সরদার, ম্যানেজিং কমিটির সদস্য রহিমা খাতুন রুমি, তৌহিদুজ্জামান, ইয়াছিন হোসেন, সম্পা পালিত, বিদ্যুতসাহী সদস্য আজিবার মোড়ল, বিলকিস নাহার, ইউপি সদস্য শেখ সরোয়ার হোসেন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সকলের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্ব›িদ্বতায় মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুজ্জামান কে সভাপতি নির্বাচিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা তপতি রানী মালাকর। এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ইউপি সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী।