কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার মহৎপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মহৎপুর কল্যান সংস্থা ও পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি সহকারী অধ্যাপক জিএম, আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ‘ুর পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মলিক, সহকারী শিক্ষক জিএম, আবু আব্দুলাহ, সৈয়েদ মোমেনুর রহমান ও গোলাম আয়ুব জুলু প্রমুখ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আব্দুর রব, সানজিদা ও নিত্যানন্দ সরকার। সঙ্গীত পরিবেশন করেন কনিকা সরকার, জাহাঙ্গীর হোসেন, অভিজিৎ সরদার, ফারিয়া তাবাচ্ছুম তনু এবং তবলায় সহযোগিতা করে প্রিয়ান্ত সরকার।