দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহনে উপজেলা বিএনপির আয়োজনে গতকাল প্রাক্তন প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। পারুলিয়া গরুর হাট চত্বরে দেবহাটা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাসান শরাফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, মাছুম বিলাহ, জাকির হোসেন, প্রভাষক কামাল হোসেন, এড. জাহাঙ্গীর কবীর, বিএনপির নেতা আবুল হোসেন বকুল, সুলতান ফারুক মেম্বার, মিজানুর রহমান মেম্বার, মোকছেদ আলী, রুহুল আমিন, সুমন বাবু, আমজাদ হোসেন, কৃষকদলের গোলাম রসুল খোকন, যুবদলের মেহেদী হাসান সবুজ, আহসান উলাহ ডালিম, হিরন মন্ডল, হাসান আলী, মৎস্য দলের মোনাজাত আলী, স্বেচ্ছাসেবক দলের শরিফুল ইসলাম বাবু, শ্রমিক দলের বিকাশ, আবু সাঈদ, জাসাসের রাশিদুল ইসলাম, শরিফুল ইসলাম, আকবর আলী, ছাত্রদলের মুশতিকুর রহমান সৈকত, কবির বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাজান আলী। সভাপতির বক্তৃতায় দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী বলেন, শহীদ রাষ্ট্রপতি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আগামী দিনের দলীয় কর্মসূচীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও স্বতস্ফুর্ত অংশ গ্রহনের আহবান জানান।