মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ ২০২২/২৩ অর্থ বছরে প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান অসীম মৃধা সভাপতিত্বে ইউপি সচিব আসাদুল ফারুক ২০২২/২৩ আয় ৩৫’০৯১৭০ ব্যয় ৩৫” ০৯১৭০ প্রকাশ্য বাজেট ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল করিম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান উৎপল জোরদার নিপা চক্রবর্তী জিয়াউর রহমান ইউপি সদস্য জাহাঙ্গীর সরদার “আনারুল ইসলাম’ সিরাজুল ইসলাম” সহ সকল সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান উৎপল জোরদার।