শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

কালিগঞ্জে পানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২

কালিগঞ্জ (সদর) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচনের ভোট গ্রহণ চলে দুপুর ১ টা পর্যন্ত। উৎসবমুখর চলে ভোট গ্রহণ। এসময় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে হৈ-হুলে­াড়ের ও আনন্দ করতে দেখা গেছে। সরেজমিনে বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছে। সেখানে নির্বাচন কমিশনারকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। ভোটকেন্দ্রে কাজ করছে সহকারী পিজাইডিং অফিসার, পোলিং কর্মকর্তারা। নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পোস্টার টাঙানো হয়েছে। প্রার্থীরা পোস্টার ছাপিয়ে নির্বাচন প্রচারণা করতে দেখা গেছে। পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনের প্রার্থী শিক্ষার্থী মেহেরুবা পারভেজ কথা বলেন, আমি তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করি। আমি নির্বাচনের প্রার্থী। বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষকদের সহযোগিতায় কাজ করে যাবো। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকু বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মনোভাব বিকাশ ঘটাতে এই কাউন্সিল নির্বাচনের আয়োজন। ভোট গণনা শেষে ১১ জন প্রার্থীর মধ্যে মোট ৭জন প্রার্থী জয়লাভ করে। এরমধ্যে পঞ্চম শ্রেণীতে ২ জন, চতুর্থ শ্রেণীতে ৩ জন এবং তৃতীয় শ্রেণীতে ২ জন বিজয়ী হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com