আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উৎসবমূখর পরিবেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ১৬৬টি স্কুলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক যোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিল নির্বাচন পরিদর্শণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন রিটানিং অফিসার ও প্রধান শিক্ষক নিরাঞ্জন কুমার মন্ডল। মডেল প্রাথমিকে ৩৫৬ জন ভোটারের মধ্যে ৭টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেছেন। আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মায়িশা মৌনতা সর্বোচ্চ ২১৭ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করেছে। সে বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনজুমানায়ারা খাতুন ও চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ছোট ভাই জুলফিকার আলীর কন্যা। এছাড়া ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে ২জন করে আরও ৬জন ছাত্রছাত্রী নির্বাচিত হয়েছে।