স্টাফ রিপোর্টার ঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, এসএমসি সভাপতি সহ সংশ্লিষ্টদের সাথে গতকাল জুম অ্যাপস এ সভা করেছেন। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনার অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত সচেতনতামূলক সভাটি বেলা বারটায় শুরু হয়। অত্যন্ত গুরুত্বের সাথে প্রাথমিক শিক্ষা নিয়ে বর্তমান সরকারের কর্মযজ্ঞ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে অধিকতর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রাথমিক শিক্ষাকে কাঙ্খিত লক্ষে পৌছে দিতে উদাত্ত আহবান জানান। মহাপরিচালক জুম অ্যাপস এর মাধ্যমে প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের সাথে কথা বলেন, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন প্রত্যক্ষ করেন, ভোটার প্রার্থী সহ নির্বাচনের দায়িত্বে পালনকারীদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলেন, তিনি কর্মকর্তা শিক্ষক ও এসএমসির সভাপতির বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। বিদ্যালয়ের সার্বিক পড়ালেখার পরিবেশ নিশ্চিত করনে শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের পাশাপাশি এসএমসিকে দায়িত্বশীল হওয়ার বিষয়টি গুরুত্ব দেন। মহাপরিচালক বলেন এসএমসির সভাপতিকে অবশ্যই এলাকায় অবস্থান করতে হবে। তিনি বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে স্থানীয় জনসাধারনের সংশ্লিষ্ট করনের ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন। তিনি আরও বলেন বাংলাদেশের গ্রাম গুলোতে সর্বাপেক্ষা সুন্দর সৌন্দর্য্যমন্ডিত বিল্ডিংটি প্রাথমিক বিদ্যালয়, কেবল সুন্দর বিল্ডিংই শেষ কথা নয় সুন্দর পড়ালেখাও হতে হবে। অত্যন্ত বিচক্ষনতা জ্ঞানগর্ভ এবং নীতি নির্ধারনী বক্তব্য জুম অ্যাপস সভায় অংশ গ্রহনকারীদের মাঝে বিশেষ আশার সঞ্চার ঘটে। তিনি বলেন আমাদের শিশুরা আগামী দিনের কর্ণধর, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে শিশুদের স্বতস্ফুর্ত অংশ গ্রহন কোন ধরনের গোলযোগ, হাঙ্গামা নেই এটাই বাস্তবতা যে আমাদের শিশুদের থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা বান্ধব সরকারের উদ্দেশ্য সফল করনের ক্ষেত্রে আমরা যেন আমাদের দায়িত্ব পবিত্র রাষ্ট্রীয় দায়িত্ব মনে করি। সভায় অংশ গ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন। সারাদেশের ন্যায় সাতক্ষীরার মত উপজেলা হতে কর্মকর্তা শিক্ষক ও এসএমসির সভাপতিরা অংশ নেন।