শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

রেকর্ড আমার পেছনে দৌড়ায়, আমি দৌড়াই না -রোনালদো

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: ৩৭ বছর বয়সে এসে একের পর এক রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস রচনা করে যাচ্ছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০২১-২২ প্রিমিয়ার লিগ মৌসুমে টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করার পর ফুটবলের ইতিহাসেও সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তিনি দাবী জানিয়েছেন, তিনি রেকর্ডের পিছনে দৌঁড়ান না, রেকর্ডই তাকে অনুসরণ করে। স্বাভাবিক নিয়মেই রেকর্ড চলে আসে। আমি তাকে অনুসরণ করি না। বিশ্ব ফুটবলের সমস্ত রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি নিজেদের মধ্যেই যেন ভাগাভাগি করে নেওয়ার পণ করেছেন। ক্লাব ফুটবলে মেসির দাপট বেশি আর আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সবচেয়ে বেশী আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলও তাঁর। সদ্য শেষ হওয়া মৌসুমে পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও হয়ে গেছে। ৩৭ বছর বয়সেও এখনো আগের মতো গোলক্ষুধা রয়েছে রোনাল্ডোর। সদ্য শেষ হওয়া মৌসুমে নিজের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন, সব প্রতিযোগিতা মিলে করেছেন ২৪ গোল। কিন্তু এতেও ইউনাইটেড ২০১৭ সালের পর থেকে শিরোপা খরা থেকে বেরিয়ে আসতে পারেনি। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলতে হবে ইউনাইটেডকে। ওল্ড ট্র্যাফোর্ডে থেকে গেলে ক্যারিয়ারে এই প্রথম চ্যাম্পিয়নস লিগ খেলা হবে না রোনাল্ডোর। তবু ক্লাব ছাড়তে চান না এই পর্তুগীজ সুপারস্টার। নতুন কোচ এরিক টেন হাগ তাকে রাখতে চান কি না, তার উত্তরে কোচ জানিয়েছেন, এমন কিংবদন্তীর সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন। আগামী মৌসুমে নতুন কোচের সঙ্গে কাজ করতে রোনাল্ডোও যে মুখিয়ে আছেন, সেটা জানিয়েছেন ইউনাইটেডের নিজস্ব অনুষ্ঠান ‘প্লেয়ারস ডায়েরি’তে। সেখানেই রেকর্ড নিয়ে নিজের গর্বটা এভাবে প্রকাশ করেছেন রোনাল্ডো, ‘রেকর্ড স্বাভাবিকভাবে আসে। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে। এটা ভালো।’ এসময় তিনি আরো জানিয়েছেন, ওল্ড ট্র্যাফোর্ডে তিনি যথেষ্ঠ ভাল আছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘ অবশ্যই এখানে ফিরে আসতে পেরে আমি দারুন খুশী। এই ক্লাবে খেলার মাধ্যমে আমার ক্যারিয়ারের উন্নতি হয়েছে। আর সে কারনেই এখানে পুনরায় খেলতে আসার অনুভ‚তিটা ছিল অবিশ্বাস্য। সমর্থকদের সাথে সম্পর্কটাও দারুন।’ নতুন কোচ এরিক টেন হাগের সাথে কাজ করতে মুখিয়ে আছেন জানিয়ে রোনাল্ডো বলেন, আমি জানি আয়াক্সে সে দারুন কাজ করেছে। তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু আমাদের তাকে কিছুটা সময় দিতে হবে। যদি কিছু পরিবর্তন করতে চায় সেটারও স্বাধীনতা তাকে দিতে হবে।’ এখনই ক্যারিয়ারকে বিদায় বলতে চাননা রোনাল্ডো। শুধুমাত্র কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফুটবলে ধরে রাখতে চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com