নগরঘাটা প্রতিনিধি ঃ সাতক্ষীরা টু খুলনা মহাসড়কের নগরঘাটা ত্রিশমাইল মোড়ে রাস্তার উপর পিচ উঠে গিয়ে বড় বড় স্তূপে পরিনত হয়েছে। ফলে যে কোন মূহুর্তে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে পথচারীরা। তবে রাস্তাটি অতিদ্রুত সংস্কার না হলে দূর্ঘটনার কবলে পড়ে হয়তোবা অকালে ঝরে যেতে পারে তাজা জীবন। সরেজমিনে গিয়ে জানাযায় প্রতিদিন এই সড়ক বয়ে ছোট বড় অসংখ্য যানবাহন যাতায়াত করে রাজধানীসহ বিভিন্ন জেলা। বিশেষ করে ভোমরা স্থলবন্দরের মালবোঝায় ভারী যানবাহনগুলো এই সড়ক বয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান সড়কের পিচের স্তুুপের উপর দিয়ে প্রতিনিয়ত প্রাইভেটকারসহ ছোট ছোট গাড়ীর বডিতে জোরে ঘষা লেগে বিকট শব্দ শোনা যায়। গাড়ীগুলোর ব্যাপক ক্ষতির সম্মূখিন হতে হচ্ছে। এমতাবস্থায় সড়কের ঝুকিপূর্ণ এই পিচের স্তূপগুলো অতিদ্রুত সংস্কারপূর্বক দূর্ঘনটার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্যণ করছে পথচারীসহ এলাকাবাসী।