মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

মীর আবু বকর \ সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন অফিসের সভাকক্ষে মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ বাপী, সাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাঃ আমানত উল­াহ। বক্তারা বলেন ভিটামিন-এ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শুধু দূরে রাখে না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি ডায়রিয়া সহ বিভিন্ন রোগ থেকে শিশুকে মুক্তি দেয়। জন্মের পর নবজাতককে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে সুষম খাবার খাওয়াতে হবে। ৬/১১ থেকে মাস বয়সে শিশুকে ১টি নীল রঙের ভিটামিন, ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। বক্তারা আরো বলেন, এই কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা দরকার। আপনার শিশুকে ভিটামিন খাওয়াবেন পাশাপাশি অন্যদেরকেও খাওয়াতে উৎসাহিত করবেন। সাতক্ষীরা জেলার ৭ উপজেলায় ২টি পৌরসভা ও ৭৮ ইউনিয়ন একযোগে আগামী ১২ জুন থেকে ৪ দিন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। জেলায় ২০৩১টি টিকা কেন্দ্রে ৮৩৯ জন স্বাস্থ্য কর্মী ও ৪০৬২ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করবেন। এবার জেলায় ৬-১১ মাস বয়সী ২৫৭৬২ ও ১২-৫৯ মাস বয়সী ২২০৮২৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক জগদিশ চন্দ্র হালদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com