এফএনএস : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপো নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে শতাধিক ব্যক্তি দগ্ধ ও আহত হয়েছেন। শুক্রবার রাতে লাগা এ আগুনে দগ্ধ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে দেখেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি রাত পৌনে একটায় জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন পুলিশ ও ৫৩ জন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস নগরীর চিকিৎসকদের আহতদের সেবায় রাতের বেলাতেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আগুন নেভাতে গিয়ে অন্তত ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছেন যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল। তিনি বলেন, ওই কন্টেইনার ডিপোতে রাসায়নিক থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা সহায়তা করছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কাছে রাত ৯টা ২৫ মিনিটে আগুনের খবর দেওয়া হয়। এরপর সেখানে আটটি ইউনিট যায়। প্রাথমিকভাবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, ওই কন্টেইনার ডিপোতে রাসায়নিক থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। “আগুন নেভাতে গিয়ে আমাদের চার কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” আহতদের বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানাতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষ। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলের অনেক দূর থেকেও আগুন দেখা গেছে।