স্টাফ রিপোর্টার ঃ বিদ্যালয় চত্বর হবে স্বাস্থ্য সম্মত, সৌন্দর্যময় আর অবাধ খেলাধুলা হৈ হুলোরের অবাধ ক্ষেত্র কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম আর স্বাস্থ্য হানীর মহাউৎসবের আয়োজন চলছে আশাশুনি উপজেলার ১১২নং মধ্যম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে। নির্মানাধীন সড়ক পিচের অবরন দিতে বিদ্যালয় মাঠে জ্বালানী সামগ্রী, পিচ, পাথর, আর বালুর স্তুপ, আর কয়েকদিনের মধ্যে মাঠে জ্বলবে পিচ, যা স্বাস্থ্যহানীর মহাক্ষেত্র হিসেবে বিবেচনা করা যায়, আর এমনটি হলে শিশু শিক্ষার্থীদের জন্য তা হবে মারাত্মক ঝুকি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলেন্দু মন্ডল তার শিক্ষার্থীদের স্বাস্থ্যহানী রোধে, স্বাস্থ্য সুরক্ষা করনে বিদ্যালয়ের মাঠে পিচ জ্বালানো বন্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করে চলেছেন, শিশু বান্ধব প্রধান শিক্ষক ইতিমধ্যে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিদ্যালয়ের মাঠ থেকে রাস্তা তৈরীর সামগ্রী অপসারনের আবেদন জানিয়েছেন, অভিভাবক সহ এলাকাবাসি তাদের সন্তানদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিশেষ উদ্বিগ্ন, শিশুদের স্বাস্থ্যহানী যেন না ঘটে সে বিষয়ে কর্তৃপক্ষ উদ্যোগী হবেন এমন প্রত্যাশা সচেতন মহলের।