স্টাফ রিপোর্টার \ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএ নূর ইসলামের বড় বোন মোছা: ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না……………রাজিউন)। তিনি গতকাল রাত ১০টা ৫ মিনিটে শ্যামনগর উপজেলা কাটামারি গ্রামে নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত কারনে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ২ পুত্র, ১ কন্যা, ভাই-বোন, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ জোহর বাদ কাটামারি জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আত্মীয় স্বজন সহ সকল শুভাকাঙ্খীদের জানাযায় উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আহবান করা হয়েছে। মরহুমা ফাতেমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, বার্তা সম্পাদক জিএম আদম শফিউলাহ, মফস্বল বার্তা সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সহ সম্পাদক জিএম ওমর ফারুক, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ম্যানেজার বুলবুল আহমেদ, প্রেস চীপ অপারেটর আমিরুল ইসলাম রয়েল, প্রেস ম্যান আমিনুর রহমান, অফিস সহকারী আল-আমিন, আব্দুল আখের, পিকু মন্ডল প্রমুখ।