দৃষ্টিপাত রিপোর্ট \ পদ্মা সেতু স্বপ্ন নয়, পদ্মা সেতু দুর্লভ নয়, পদ্মা সেতু বাস্তব। বাংলাদেশের সম্মান আর মর্যাদার ধারক পদ্মা সেতু, উন্নয়ন আর অগ্রগতি মহাক্ষেত্র। এই সেতু আমাদের অহংকার সেই সাথে বিশ্ব বাসির বিস্ময়। বাংলাদেশের যতগুলো অর্জন এবং গর্ব, মর্যাদা, অহংকার তার মধ্যে পদ্মা সেতু সর্বেসর্বা। আগামী ২৫ জুন মহাদিন, কাঙ্খিত সময় যে দিন বিশ্বের শত শত কোটি মানব সন্তান প্রত্যক্ষ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, পদ্মা সেতুর গর্বিত কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। অত্যাধুনিক স্থাপত্য শৈল্পের পাশাপাশি এই সেতু প্রযুক্তি নির্ভর। বিশ্বে পদ্মা সেতু এক বিস্ময়। বাংলাদেশের অর্থনীতিতে, যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে এই সেতু, একুশ জেলার সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করবে এই সেতু পদ্মা সেতুতে কেবল যানবাহন চলবে তা নয় এই সেতুতে ট্রেনও চলবে। বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এই সেতু কেবল যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থাকে সহজসাধ্য করবে তা নয় দেশের আর্থ সামাজিক ব্যবস্থাকে উন্নত করবে। স্বপ্নের সেতু সত্যিই আর এই সেতুর জন্য পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ আর তাই প্রধানমন্ত্রী ঘোষনা দেন বাংলাদেশ পারে এবং পারবে। আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নির্মান করবো পদ্মা সেতু, বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক দাতা সংস্থা গুলো নানান ধরনের অব্যবস্থাপনার কথা বলে ঋন দিতে গড়িমসি করে কিন্তু প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস এবং পদ্মা সেতু নির্মানের দৃঢ়তা শেষ পর্যন্ত নির্মিত হলো বিশ্বের বিস্ময় পদ্মা সেতু। দৃশ্যতঃ বাংলাদেশের নতুন যাত্রা, স্থাপত্যের দিক দিয়েও পদ্মা সেতু অনন্য, অসাধারন। গুনে গুনে আর মাত্র কয়েকদিন তারপর প্রমত্ত পদ্মার বুকে আলোঝলমলে পদ্মা সেতুর যাত্রা শুরু। ২৫ জুন সকাল দশটায় বিশ্ব দেখবে নতুন বাংলাদেশ। বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতিক পদ্মা, ছয় কিলোমিটার পদ্মা সেতু আবহাওয়ার পূর্বাভাস ও দিতে পারবে। প্রাকৃতিক দূর্যোগ বা ঘন কুয়াশার বিষয়টিও নিশ্চিত করবে পদ্মায় সংশ্লিস্ট থাকা আবহাওয়া অফিস। খরস্রোত পদ্মার বুকে সেতু হবে তা কেবল স্বপ্নের নয়, ছিল অকল্পনীয়, কিন্তু বাস্তবতা হলো দেশ আজ দেখছে, দেশের কোটি কোটি মানুষ দেখছে তাদের পদ্মা সেতু স্বপ্ন নয়, দেশের অর্থনীতির উন্নয়নের মহা প্রতিক হিসেবে দাঁড়িয়ে আছে। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বেই চলছে সড়ক উদ্বোধনের সব ধরনের, এবং শেষ মুহুর্তের প্রস্তুতি, গত দুই দিন যাবৎ পদ্মা সেতুতে লাইটিং এর আলোয় আলোকিত হচ্ছে ধুসর প্রমত্ত পদ্মায় জ্বলছে আলো, সে যেন বলে দিচ্ছে পদ্মা সেতু দেশবাসির সম্মুখ পানে, সেতুর পরতে পরতে বিভিন্ন ধরনের বৃক্ষলতার উপস্থিতি যেন বলে দিচ্ছে এই সেতু প্রকৃতি অপার সৌন্দর্যে ভরা, পদ্মা সেতু উদ্বোধনের দিন যতই ঘনিয়ে আসছে ততোই লাল সবুজের বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে এই গর্বের সেতুকে স্বাগত জানাতে। সত্যিকার অর্থে পদ্মা সেতু সব পরিচয় ছাপিয়ে বাংলাদেশের আত্ম মর্যাদার পরিচয় ধারন করছে।