বিশেষ প্রতিনিধি/বুধহাটা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বুধহাটা দক্ষিন পাড়া জামে মসজিদে জুম্মা নামাজের আগে এ মাদ্রাসা ও এতিমখানার ভবন নির্মান উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত আবুবকর সিদ্দীক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আলহাজ্ব মাওঃ মনিরুল ইসলাম বিলালী। হাফেজ আছাফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলু, বুধহাটা ইজিবাইক চালক সমিতির সভাপতি আব্দুস সালাম খোকনসহ মসজিদ কমিটি ও মাদ্রাসা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।