তালা প্রতিনিধি \ উৎসবমূখর পরিবেশে তালায় দৈনিক যায়যায়দিন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এউপলক্ষ্যে সোমবার (৬ জুন) বিকাল ৫টায় তালা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান এবং এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। যায়যায়দিনের তালা উপজেলা প্রতিনিধি ইলিয়াস হোসেন’র সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথর বক্তৃতা করেন, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন এবং অধ্যক্ষ আব্দুর রহমান। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা এস. এম. নাহিদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে তালা সদর প্রেসক্লাব সভাপতি আব্দুল জব্বার সরদার, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আকবর হোসেন ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা খানম প্রমুখ বক্তৃতা করেন।আলোচনা সভা শেষে দৈনিক যায়যায়দিন এর ১৭ বছরে পদার্পন উপলক্ষে কেক কেটে উৎসব করেন অতিথিবৃন্দ। এসময় তালার বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।