কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে বিকাল ৩.৩০ মিনিটে কলারোয়া উপজেলা স্কাউটস নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। প্রথমে কলারোয়া উপজেলা স্কাউটসের এর সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস কে ফুলের শুভেচ্ছা জানান কলারোয়া উপজেলা স্কাউটস এর কমিশনার মোঃ ইউনুস আলী,সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। সাথে ছিলেন গ্রুপ সভাপতি ও প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, নুরুল ইসলাম,শামসুল হক, শিক্ষা অফিসার এস,এইচ,এম রোকুন্নুজামান, যুগ্ম সম্পাদক আঃ ওহাব মামুন,উপজেলা স্কাউট লিডার স্বপন কুমার চৌধুরী, কাব লিডার অনুপ কুমার ঘোষ,কোষাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সহকারী কমিশনার শেখ শাহাজাহান আলী শাহিন, সহ – সভাপতি মোঃ মুজিবর রহমান (রায়টা), গ্রুপ সভাপতি পারুল আকতার, আরশাদ আলী, সহযোযিত সদস্য এ্যাডঃ শেখ কামাল রেজা, মোঃ মিজানুর রহমান, ও লক্ষন বিশ্বাস,। সভার শুরুতে সদ্য সি,এল,টি অর্জনকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পি,এস,ও শাপলা কাব এ্যাওয়াড অর্জন কারীদের এবং সি,এল, টি অর্জন কারী শিক্ষক দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও মেম্বরশীপ বকেয়া ফিস আদায় করার বিষয়ে তাগিদ দেন সভাপতি মহোদয়।