আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দৌড় প্রতিযোগিতা, চকলেট দৌড়, দীর্ঘ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজো, অংকন দৌড় এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে ছড়া আবৃত্তি, চিত্রাকন, নিত্য, সুন্দর হাতের লেখা, উপস্থিত বক্তব্য, কবিতা আবৃত্তি, পলীগীতি, লোকগীতি, দেশাত্মবোধক গান ও একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব, আবু সেলিম, সোহাগ গাজী, গৌরঞ্জন গাইন, শাহজাহান আলী। এসময় আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, আব্দুর রহিম, জুলহাজ উদ্দিন, গাজী কাইয়ুম শামীম, নুরনাহার পারভিন, তৃষ্ণা দেবনাথ, সহকারি শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।