বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এফএনএস : আজ (বুধবার) ৩০ এপ্রিল ২০২৫। ১৪৯২ – স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে নতুন এলাকা অনুসন্ধানের অনুমোদন দেয়। ১৭২৫ – স্পেন চার মৈত্রীশক্তি থেকে সরে যায়। ১৭৮৯ – জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন। ১৮৩৮ – নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। ১৮৬৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধীনস্থ করা হয়। ১৮৯৪ – বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। ১৮৯৪ – বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত। ১৯৩০ – তৎকালীন সোভিয়েত ইউনিয়ন; ফ্রান্স ও গ্রেট ব্রিটেন এর কাছে একটি সামরিক চুক্তির প্রস্তাব দেয়। ১৯৩৯ – এমপায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন স¤প্রচার করা হয়। ১৯৪৫ – চ‚ড়ান্ত পরাজয়ের পূর্বে ভ‚-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন। ১৯৪৫ – জার্মান নাৎসী নেতা এডলফ হিটলার ও তার বান্ধবী ইভা ব্রাউনের আত্মহত্যা। ১৯৬৭ – পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পি. ডি. এম)-এর ৮ দফা কর্মসূচি। ১৯৭২ – উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনামে আক্রমণ চালায়। ১৯৭২ – কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়। বহু হতাহত। ১৯৭৪ – পুলিশের বিশেষ ব্রাঞ্চ ঢাকা থেকে ১.২৮ লক্ষ টাকার নকল নোট উদ্ধার। ১৯৭৫ – উত্তর ভিয়েতনামের দক্ষিণ ভিয়েতনাম দখল এবং আমেরিকান সৈন্যের ভিয়েতনাম ত্যাগ। ১৯৭৫ – উত্তর ভিয়েতনাম ও ভিয়েত কং মুক্তি বাহিনীর কাছে সায়গলের তাঁবেদার সরকার বিনাশর্তে আত্মসমর্পণ করে। ১৯৭৬ – প্রথম চিনা রাষ্ট্রদূত মিঃ চুয়াং ইয়েনের ঢাকায় আগমন। ১৯৭৬ – বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭৬ – বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত। ১৯৭৬ – বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্যচুক্তি। ১৯৭৬ – এয়ার ভাইস-মার্শাল এম. জি. তাওয়াবের পদত্যাগ। ১৯৭৬ – টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাবেশে প্রেসিডেন্টের ভাষণ। ১৯৭৭ – রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ঘোষণা। ১৯৭৭ – জাতির উদ্দেশে জিয়া : সমৃদ্ধির ১৯ দফা নীতি কর্মসূচি ঘোষণা। ১৯৭৮ – নাফ নদী থেকে ২৫টি ভাসমান লাশ উদ্ধার। উদ্বেগজনকহারে শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে প্রবেশ। ১৯৮০ – কিছু দুষ্কৃতিকারী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায়। ১৯৮১ – আদমজীতে শ্রমিক সংঘর্ষ, গুলিবর্ষণে ২ জন নিহত। ১৯৮২ – আজকের দিনে পশ্চিমবঙ্গে কলকাতার উপকন্ঠে বালিগঞ্জে বিজন সেতুতে আনন্দমার্গীর ১৬ সন্ন্যাসী ও ১ জন সন্ন্যাসিনীর হত্যাকাÐ সংগঠিত হয়। ১৯৮৫ – উপজেলা নির্বাচনের চ‚ড়ান্ত তালিকা, বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ২। ১৯৯০ – ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল। ১৯৯১ – বাংলাদেশের উপক‚লীয় অঞ্চল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে আঘাত হানা এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ১৩৮,০০০ লোকের প্রাণহানি, ও বিপুল সম্পত্তির ক্ষতি হয়। ১৯৯১ – ত্রাণসাহায্যের জন্য সংসদ তিনদিনের জন্য মুলতবি করা হয়। ১৯৯২ – পাবনায় বাস দুর্ঘটনায় নিহত ৬ ও আহত ৪২। ১৯৯২ – মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলুন’-বেগম সুফিয়া কামালের আহŸান খেলাঘরের জাতীয় সম্মেলন ‘৯২ উদ্বোধনে। ১৯৯২ – টাঙ্গাইলে বাস খাদে। নিহত ২ ও আহত ৩৯। ১৯৯৩ – টেনিস তারকা মনিকা সেলেসকে জার্মানির হামবুর্গ শহরে ছুরিকাঘাত করা হয়। ১৯৯৪ – ময়মনসিংহে দাপুনিয়া ইউনিয়ন পরিষদের মডেল নির্বাচন। ১৯৯৫ – প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের অবসর গ্রহণ। ১৯৯৮ – বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. এম এ কাদির উপাচার্য নিযুক্ত। ১৯৯৮ – ছয় মাসে প্রায় ৪ হাজার টাকা বাণিজ্য ঘাটতি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com