এফএনএস : আজ (রোববার) ২৪ জুলাই, ২০২২। কুতুবউদ্দিন আইবেকের লাহোরের সিংহাসনে আরোহণ (১২০৬)। বিখ্যাত আরবি ব্যাকরণ কাফিয়ার লেখক ইবনে হাজেবের ইন্তেকাল (১২৪৮)। স্পেনের কাছ থেকে ব্রিটিশ বাহিনীর জিব্রাল্টার দখল (১৭০৪)। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমসলং কারারুদ্ধ (১৮৬১)। ফরাসিদের সিরিয়া দখল (১৯২০)। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের জন্ম (১৯২৯)। নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী প্রথম জাহাজ চালু কিংবদন্তী অভিনেতা উত্তম কুমারের জীবন (১৯৫৬)। কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারের জীবনাসান (১৯৮০)। আটত্রিশ বছর দেশ শাসনের পর মরক্কোর বাদশাহ হাসানের মৃত্যু (১৯৯৯)। ত্রাণ দুক লুয়ং ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত (২০০২)।