এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০৩ জানুয়ারি’ ২০২২। মুদ্রন শিল্পের জার্মান পুরোধা ইত্তহান গুটেনবার্গের মৃত্যু (১৪৬৮)। লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত¡াবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে (১৮৩০)। বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু (১৯১৩)। যুক্তরাষ্ট্র ও জার্মানির ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন (১৯১৭)। লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত (১৯১৯)। ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত (১৯৩০)। নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভ‚মিকম্পে ২৫৬ জন নিহত (১৯৩১)। সোভিয়েত ইউনিয়নের মানববিহীন মহাকাশ যানের চাঁদে অবতরণ (১৯৬৬)। মোজাম্বিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত (১৯৬৯)। রাজধানী আদিস আবাবায় ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত (১৯৭৭)। প্যারাগুয়েতে সামরিক অভ্যুত্থান (১৯৮৯)। চীনের লিজিয়াংয়ে ভ‚মিকম্পে ২১০ জন নিহত (১৯৯৬)।