এফএনএস : আজ (বৃহস্পতিবার) ২৯ ডিসেম্বর, ২০২২। ভলকানাইজড রাবারের উদ্ভাবন চার্লস গুডইয়ারের জন্ম (১৮০০)। ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত জাহাজ ওয়ারিয়র সাগরে ভাসে (১৮৬০)। সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানীর জন্ম (১৮৭৩)। শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্ম (১৯১৪)। লন্ডনে বোমা হামলা (১৯৪০)। মার্কিন পত্রিকা লাইফের প্রকাশনা বন্ধ (১৯৭২)। ভাকলাভ হাভেল চেকোশ্লোভাকিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৮৯)। কেনিয়ায় ২৫ বছর পর রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন (১৯৯২)।