বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

ইতিহাসের এই দিনে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০২ ফেব্র“য়ারি ২০২৩। ১৮১৪ – কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়। ১৮১৭ – শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়। ১৮৫৩ – শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন। ১৮৬২ – শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন। ১৮৮৮ – খান বাহাদুর হাশেম আলি খান, বাঙালি রাজনীতিবিদ। ১৯০১ – রাণী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া। ১৯১৩ – নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল চালু হয়। ১৯২০ – নিউইর্য়ক শহরে গ্রান্ড সেন্ট্রাল টারমিনাল উদ্বোধন হয়। ১৯২২ – জেমস জয়েসের উপন্যাস ইউলিসিস প্রকাশিত হয়। ১৯৩৫ – যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম স্বাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়। ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে। সোভিয়েতের কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে। ১৯৫৭ – ইসকান্দার মির্জা গুড্ডু ব্যারেজের ভিত্তি স্থাপন করেন। ১৯৫৯ – ইন্দিরা গান্ধী ভারতে কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত। ১৯৫৯ – শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত ্রপদ্মভ‚ষণগ্ধ সম্মান প্রত্যাখ্যান। ১৯৭২ – সরকারি অফিসে বিলাসসামগ্রী বর্জনের নির্দেশ। ১৯৭২ – বিশ্বভারতী কর্তৃক বাংলাদেশকে জাতীয় সঙ্গীতের কপিরাইট প্রদান। ১৯৭৩ – রাষ্ট্রায়ত্ত ১৬টি শিল্প ইউনিট সেনাকল্যাণ সংস্থার নিকট হস্তান্তর। ১৯৭৪ – সরকারের ৬ সদস্যবিশিষ্ট কাউন্সিলর নিয়োগ, যা পাকিস্তানি যুদ্ধ অপরাধীদের বিচারকার্যে নিয়োজিত হবে। ১৯৭৬ – বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত। সশস্ত্রবাহিনীর জন্য স্বতন্ত্র কমিশন। ১৯৭৭ – ময়মনসিংহ সীমান্তে দুজন দুষ্কৃতকারী নিহত, তিনজন আহত। ১৯৮০ – মৌচাকে আন্তর্জাতিক ইসলামি যুবক্যাম্প। ১টি রাজনৈতিক দলের ঐক্যজোট গঠিত। ১৯৮১ – বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণবিধি শিথিল। ১৯৮১ – সশস্ত্রবাহিনীর যৌথ মহড়া। ১৯৮৩ – আড়াইশো কোটি টাকার কানাডীয় ঋণ মঞ্জুর। ১৯৮৩ – ঢাকায় যৌথ নদী কমিশনের ২৪তম বৈঠক। ১৯৮৪ – তিতাসের ৬নং কুপ চালু। ১৯৮৫ – ঢাকায় ইসলামি উন্নয়ন ব্যাংকের গভর্ণর বোর্ডের ৯ম সভা অনুষ্ঠিত। ১৯৮৭ – বর্ধিত বাস ভাড়া নিয়ে ঢাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের হাঙ্গামা। ১৯৮৮ – শিল্পী কামরুল হাসান (৬৮)-এর ইন্তেকাল। ১৯৮৯ – সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ্রলিজিয়ন ডি অনারগ্ধ প্রদান। ১৯৯০ – বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর উপদেষ্টা পরিষদের সভাপতি কমরেড আসাদ্দর আলীর জীবনাবসান। ১৯৯২ – দেশব্যাপী ইউপি নির্বাচনে ২৮৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন। ১৯৯২ – রাঙ্গামাটিতে লঞ্চে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১৪ ও আহত ১০। ১৯৯৩ – ঢাকা ১১ আসনে (মিরপুর) উপনির্বাচনে বিএনপি প্রার্থী সৈয়দ মোহাম্মদ মহসিন নির্বাচিত। ১৯৯৫ – সংসদণ্ডসদস্যের পদত্যাগ প্রসঙ্গে রিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com