এফএনএস : আজ রোববার, ১৩ ফেব্র“য়ারী ২০২২। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন (১৬০১)। ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু (১৭৮৮)। লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব (১৮৩২)। প্রাচ্যের বুলবুল সরোজিনী নাইডুর জন্ম (১৮৭৯)। কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত (১৮৮২)। বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত (১৮৯০)। ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ (১৯৬০)। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা (১৯৭২)। ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপন (১৯৭২)। খ্যাতিমান সাংবাদিক আবদুস সালামের ইন্তেকাল (১৯৭৭)। ঢাকা বিশ^বিদ্যালয়ে আততায়ীর গুলিতে ছাত্রনেতা রাউফুন বসুনিয়া নিহত (১৯৮৫)। পূর্ব বাংলার নারী ও অসহযোগ আন্দোলনের শীর্ষ নেত্রী আশালতা সেনের মৃত্যু (১৯৮৬)।