এফএনএস : আজ (বৃহস্পতিবার) ৩১ মার্চ’২০২২। স্পেন থেকে ইহুদীদের বহিষ্কার (১৪৯২)। মোগল সেনাপতি মীর জুমলার মৃত্যু (১৬৬৩)। তুরস্কের বিরুদ্ধে পোল্যান্ড ও রোমের জোট গঠন (১৬৮৩)। প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপন (১৮২৪)। জার্মান কাইসার দ্বিতীয় উইলিয়ামের টাঙ্গিয়ার সফরের ফলে প্রথম মরক্কোর সঙ্কট শুরু (১৯০৫)। তুরস্ক বুলগেরিয়ার সঙ্গে শান্তির জন্য বৃহত্তম শক্তির সুপারিশ গ্রহণ (১৯১৩)। মঙ্গোলিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯২১)। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রধানমন্ত্রীর হেড্রিক ভারতওর্ডের ন্যাশনালিস্ট পার্টির ব্যাপক বিজয় লাভ (১৯৬৬)। শ্রীলঙ্কা থেকে ভারতীয় সৈন্য সম্পূর্ণরূপে প্রত্যাহার (১৯৯০)।