এফএনএস : আজ (শনিবার) ০২ এপ্রিল ২০২২। খলিফা হারুন অর রশিদের জন্ম (৮০৯)। ঢাকার নবাব আব্দুল লতিফের উদ্যোগে মোহামেডান লিটারারী সোসাইটি প্রতিষ্ঠা (১৭৬৩)। মার্কিন যুক্তরাষ্ট্রে টাকশাল প্রতিষ্ঠিত (১৭৯২)। স্পেনের গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি (১৯৩৯)। ইউরোপে ন্যাটো যৌথ কমান্ড গঠিত (১৯৫১)। আর্জেন্টিনা বৃটিশ ঔপনিবেশ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট স্ট্যানলি দখল করে নেয়। এরপর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বৃটেন দেশটি পুনরুদ্ধার করে (১৯৮২)। ইয়াসির আরাফাত ফিলিস্তিনের রাষ্ট্রপতি নিযুক্ত (১৯৮৯)। আণবিক শক্তির ব্যবহার ও ব্যবস্থাপনা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রুশ-মার্কিন চুক্তি স্বাক্ষর (১৯৯৮)। বিশ্বব্যাপী প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সপ্তাহ পালন (২০০০)। আওয়ামীলীগ সরকার আমলে প্রণীত বহুল আলোচিত জননিরাপত্তা আইন সংসদে বাতিল (২০০২)।