এফএনএস : আজ (বৃহস্পতিবার) ১৯ মে ২০২২। পুত্র সন্তান জন্মদান ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী এ্যানি বোলিয়েনের শিরচ্ছেদ (১৫৩৬)। স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা (১৬৩৫)। পার্লামেন্ট সদস্যদের হাতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদন্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা (১৬৪৯)। আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্কের জন্ম (১৮৮১)। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগ (১৯৩০)। ভারত-মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষর (১৯৪৫)। বেইজিংয়ে সামরিক শাসন জারি (১৯৮৯)। মেডেলিনে কলম্বিয়া জেটলাইনার বিধ্বস্ত হয়ে ১৩২ জন নিহত (১৯৯৩)। মালাবিতে প্রথম বহুদলীয় নির্বাচনে বাকিলি মুলুজের কাছে ৩০ বছরের সামরিক শাসক কামুজুবান্দা পরাজিত (১৯৯৪)। বাংলাদেশের উপক‚লীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে ৩ শতাধিক প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি (১৯৯৭)।