এফএনএস : আজ (সোমবার) ১৬ মে, ২০২২। ম্যারি এন্টয়নেট ফ্রান্সের রাজা ষোড়শ লুইসকে বিয়ে করেন (১৭৭০)। টেলিপ্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ডের জন্ম (১৮৩১)। বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু (১৮৮১)। জাপানের প্রধানমন্ত্রী তসুশি ইনুকাই টোকিওতে আততায়ীর হাতে নিহত (১৯৩২)। আইসল্যান্ডের স্বাধীনতা ঘোষণা (১৯৪১)। জার্মান নাৎসী বাহিনী অবলুপ্ত ঘোষণা (১৯৪৫)। ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব (১৯৪৬)। জেনারেল পার্ক চুংহির নেতৃত্বে দঃ কোরিয়ার সামরিক অভ্যুখান (১৯৬১)। বাংলাদেশ-ভারত যুক্ত ঘোষণা স্বাক্ষর। বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসা লং লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত (১৯৭৪)। সিকিমকে ভারতের ২২তম রাজ্য ঘোষণা (১৯৭৫)। ফ্রান্সে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এডিথ ক্রেসনের ক্ষমতা গ্রহণ (১৯৯১)। ইরানের প্রেসিডেন্ট খাতামির সৌদি সফর। ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সৌদি সফর (১৯৯১)।