এফএনএস : আজ (শুক্রবার) ২৮ জানুয়ারি, ২০২২। ইউরোপীয় শাসক শার্লমেনের মৃত্যু (৮১৪)। মোগল স¤্রাট হুমায়ুনের মৃত্যু (১৫৫৬)। বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা কবি ঈশ^র গুপ্তের সংবাদ প্রভাকর প্রকাশিত (১৮৩১)। কঠোর অবরোধের পর জার্মানের কাছে প্যারিসের আত্মসমর্পণ (১৮৭১)। কিউবায় মার্কিন নিয়ন্ত্রণের অবসান (১৯০৯)। জাপানি বাহিনীর চীনের সাংহাই দখল (১৯৩২)। রুয়ান্ডাকে প্রজাতন্ত্র ঘোষণা (১৯৬১)। আবদুল মালেক উকিল সংসদের স্পিকার নির্বাচিত (১৯৭৪)। ওয়াহাবি বিদ্রোহের অন্যতম নায়ক আবদুর রেজ্জাক খানের মৃত্যু (১৯৮৪)। মার্কিন নভোযান চ্যালেঞ্জার বিধ্বস্ত। ৭ ক্রুর সবাই নিহত (১৯৮৬)। ভারতে প্রধানমন্ত্রী রাজিব গান্ধীকে হত্যার অভিযোগে ২৬ জনকে ফাসির রায় (১৯৯৮)।