এফএনএস : আজ (সোমবার) ০৭ ফেব্র“য়ারি, ২০২২। ফ্রান্সের বিরুদ্ধে অস্ট্রিয়া-প্র“শিয়ার জোট গঠন (১৭৯৩)। বেলজিয়ামের সংবিধান ঘোষণা (১৮৩১)। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অযোধ্যার নবাব ওয়াজিদ আলীর আত্মসমর্পণ (১৮৫৬)। নিউজিল্যান্ডে এইচএমএস অরফাস ভেঙে পড়ে ১৯০ জনের প্রাণহানি (১৮৬৩)। সোভিয়েত কমিউনিস্টদের হাতে এডমিরাল আলেকজান্ডার কোল্টচাকের ফাঁসি (১৯২০)। জার্মানিতে কয়লা খনিতে বিস্ফোরণে ২৯৮ শ্রমিক নিহত (১৯৬২)। ব্রিটেনের কাছ থেকে গ্রানাডার স্বাধীনতা লাভ (১৯৭৪)। হাইতিতে ২৯ বছরের পারিবারিক শাসনের অবসান। প্রেসিডেন্ট জিয়ানের নির্বাসনে গমন (১৯৮৬)। সোভিয়েত রাষ্ট্রের ওপর থেকে সোভিয়েত কমিউনিষ্ট পার্টির কর্তৃত্বের অবসান (১৯৯০)। পাকিস্তানের প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কথা স্বীকার (১৯৯২)। অভিন্ন ইউরোপ গঠনের চুক্তি স্বাক্ষর (১৯৯২)। ক্যারিবিয় সাগরে জার্মান পর্যটকবাহী বিমান বিধ্বস্ত ১৮৯ জন নিহত (১৯৯৬)। ক্যান্সার আক্রান্ত হয়ে জর্দানের বাদশা হোসেনের ইন্তেকাল (১৯৯৬)।