এফএনএস : আজ (শুক্রবার) ০৫ আগস্ট, ২০২২। প্রহসনমূলক বিচারে অভিযুক্ত মহারাজ নন্দকুমারের ফাঁসি কার্যকর (১৭৭৫)। ফ্রান্সে জমিদারী প্রথা বিলোপ (১৭৮৯)। সমাজতন্ত্র ও মার্কসবাদের অন্যতম প্রবক্তা ফ্রিডরিখ এঙ্গেলসের মৃত্যু (১৮৯৫)। বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত (১৯০৫)। জার্মান ত্যাগ করে আইনস্টাইনের আমেরিকায় আশ্রয় গ্রহণ (১৯২২)। তুরস্কে বহু বিবাহ নিষিদ্ধ (১৯২৪)। চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম নভোচারী নিল আর্মস্ট্রংয়ের জন্ম (১৯৩০)। শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহার জন্ম (১৯৩৪)। হলিউডের বিখ্যাত চিত্রনায়িকা মেরেলিন মনরোর আত্মহত্যা (১৯৬২)। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর (১৯৬৩)। বিমান দুর্ঘটনায় বাংলাদেশের বহুল আলোচিত মহিলা বৈমানিক সৈয়দা কানিজ ফাতেমা রোকসানার মৃত্যু (১৯৮৩)। স্যার মাইকেল সোমারে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত (২০০২)।