এফএনএস : আজ (মঙ্গলবার) ০৮ ফেব্র“য়ারি, ২০২২। মোগল সেনাপ্রধান দারা শিকোহর পারস্যের কান্দাহারে প্রথম অভিযান (১৯৩৯)। ক্যাথরিন রাশিয়ার রানী নিযুক্ত (১৭২৫)। আন্দামানে শের আলী নামের এক বন্দির হাতে ভারতের ভাইসরয় লর্ড মেয়ো নিহত (১৮৭২)। রাশিয়া-জাপান যুদ্ধ শুরু (১৯০৪)। আমেরিকায় বয় স্কাউট গঠন (১৯১০)। প্রেসিডেন্ট ওয়ারের জি হার্ডিং হোয়াইট হাউসে রেডিও স্থাপন করেন (১৯২২)। যুক্তরাষ্ট্রের কারসন সিটিতে নেভাদা রাজ্য কারাগারে প্রথম গ্যাস প্রয়োগে মৃত্যুদন্ড কার্যকর (১৯২৪)। ত্রিশ বছর প্রবাসে থাকার পর হো-চি-মিনের গোপনে ভিয়েতনাম আগমন (১৯৪১)। মার্কিন সিনেটে ওয়াটার গেট কেলেঙ্কারি তদন্তের জন্য ৭ সদস্যের একটি কমিটি মনোনয়ন (১৯৭৩)। মহাশূন্যে ৮৪ দিন কাটানোর পর মহাশূন্য স্টেশন স্কাইল্যাবের তিনজন ক্রুর পৃথিবীতে প্রত্যাবর্তন (১৯৭৪)। বোরখার বিরুদ্ধে অর্ধলক্ষাধিক ইরানী নারীর বিক্ষোভ (১৯৭৯)। আজোরেস পার্বত্য এলাকায় ইতালির পর্যটকবাহী আমেরিকান একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪৪ জন নিহত (১৯৮৯)। মহীশূরে প্রিমিয়ার স্টুডিওতে অগ্নিকান্ডে ৪০ জনের মৃত্যু। ব্যাপক ক্ষয়-ক্ষতি (১৯৮৯)।