এফএনএস : আজ (রোববার) ১৪ আগস্ট, ২০২২। মার্কিন নৌ সেনাদের পিকিং দখল। বক্সার বিদ্রোহের সমাপ্তি (১৯০০)। ইলা সেন ও মীরা দেবী নামে কুমিলার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিলার ম্যাজিস্ট্রেট সিজিবি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে (১৯৩১)। পাক-ভারত বিভক্তি। পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব (১৯৪৭)। বিশ্বখ্যাত জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখটের মৃত্যু (১৯৫৬)। বাকশাল বিলুপ্ত ঘোষণা। সকল নেতা-কর্মীর আলীগে প্রত্যাবর্তন (১৯৯১)।