এফএনএস : আজ (বৃহস্পতিবার) ১৮ আগস্ট’২০২২। চেঙ্গিস খানের মৃত্যু (১২২৭)। বেলগ্রেডে রোমান স¤্রাটের সাথে তুরস্কের শান্তি চুক্তি স্বাক্ষর (১৭৩৯)। স্পেনের কাছ থেকে চিলির স্বাধীনতা ঘোষণা (১৮১০)। নিউইয়র্ক টাইমস এর আত্মপ্রকাশ (১৮৫১)। বিপ্লবী মাদাম কাম কর্তৃক প্রথম বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন (১৯০৮)। রাজা ইবনে সউদ কর্তৃক হেজাব ও নজদ নামে দুটি রাজ্য একত্রিত করে সৌদি আরব নামকরণ (১৯৩২)। বাংলাদেশের সাতারু ব্রজেন দাসের ইংলিশ চ্যানেল অতিক্রম (১৯৫৬)। কঙ্গো যাওয়ার পথে জাতিসংঘ মহাসচিব দগ হ্যামার শোল্ড রোডেশিয়ায় (বর্তমান জাম্বিয়া) বিমান দুর্ঘটনায় নিহত (১৯৬১)। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা (১৯৬১)। ব্রিটিশ অভিযাত্রী জর্জ মিগানের পদব্রজে বিশ্বভ্রমণ সমাপ্ত (১৯৮৩)। বার্মায় সামরিক কমান্ডার সান মংয়ের সামরিক অভ্যুখান। প্রেসিডেন্ট মং ক্ষমতাচ্যুত (১৯৮৮)। ইসরাইল-ফিলিস্তিন শান্তিচুক্তি স্বাক্ষর (২০০২)।