এফএনএস : আজ (শুক্রবার) ১৯ আগস্ট, ২০২২। ইতালির স্থপতি আন্দ্রেয়া পালাদিও’র মৃত্যু (১৫৮০)। কলকাতায় পুরনো টাকশাল থেকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি দিলীর নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্র প্রস্তুত (১৭৫৭)। কথাশিল্পী শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের জন্ম (১৯৩৫)। সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনী বিতাড়িত (১৯৪০)। প্যারিলে সশস্ত্র অভ্যুত্থান শুরু (১৯৪৪)। ঢাকার জমিদার নবাব আবদুল গনির মৃত্যু (১৯৭৮)। রিয়াদে বিমান বিধ্বস্ত । ৩ শতাধিক যাত্রী অগ্নিদগ্ধ হয়ে নিহত (১৯৮০)। প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ক্ষমতাচ্যুত। ইয়ানায়েভ সোভিয়েত ইউনিয়নের নতুন প্রেসিডেন্ট (১৯৯১)। নাট্যকার-অভিনেতা উৎপল দত্তের মৃত্যু (১৯৯৪)। ফিলিস্তিনি গেরিলা নেতা আবু নিদাল বাগদাদে গুলিবিদ্ধ হয়ে নিহত (২০০২)।