এফএনএস : আজ (সোমবার) ২২ আগস্ট, ২০২২। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা:)’র মৃত্যু (৬৩৪)। গাজী মালেকের কাছে নাসিরুদ্দিন খসরুর পরাজয় (১৩২০)। ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু (১৬৪২)। পারস্যের স¤্রাট আব্বাস সাফারি (দ্বিতীয়)’র মৃত্যু (১৬৬৬)। ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের মৃত্যু (১৮১৮)। আন্তর্জাতিক রেডক্রস সংস্থা প্রতিষ্ঠিত (১৮৬৪)। জাপানের কোরিয়া অধিকার (১৯১০)। মিথ্যা মামলায় আমেরিকার বামপন্থী দুই শ্রমিক নেতা সাঙ্কো ও ভানজেক্তির মৃত্যুদন্ড (১৯২৭)। বিবিসি’র নিয়মিত টিভি স¤প্রচার কার্যক্রম শুরু (১৯৩২)। জার্মান সেনাবাহিনীর স্তালিনগ্রাদ অবরোধ (১৯৪২)। সেনেগালের স্বাধীনতা অর্জন (১৯৬০)। রুশ প্রজাতন্ত্রের পতাকা থেকে কাস্তে হাতুড়ি অপসারণ (১৯৯১)।