এফএনএস : আজ (বুধবার) ২৪ আগস্ট, ২০২২। হযরত ওমর (রা:) খেলাফতের দায়িত্বভার গ্রহণ (৬৩৪)। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম জাহাজ হেক্টর এর সুর আগমন (১৬০০)। দাসপ্রথা বিরোধী প্রচারক উইলিয়াম উইলবার ফোর্সের জন্ম (১৭৫৯)। ব্রিটিশ সেনাবাহিনীর ওয়াশিংটন ডিসি দখল এবং হোয়াইট হাউসে অগ্নিসংযোগ (১৮১৪)। মিশরের জাতীয় নেতা সাদ জগলুল পাশার মৃত্যু (১৯২৭)। ভারতে অন্তবর্তীকালীন সরকারের শপথ (১৯৪৬)। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ঘঅঞঙ) গঠিত (১৯৪৯)। ফখরুদ্দিন আলী আহমদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি নিযুক্ত (১৯৭৪)। ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর তাদেউজের নেতৃত্বে পোল্যান্ডে নতুন সরকার গঠন (১৯৮৯)। সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেন প্রজাতন্ত্রের পূর্ণ স্বাধীনতা ঘোষণা (১৯৯১)।