এফএনএস : আজ (শুক্রবার) ২৬ আগস্ট, ২০২২। আলাউদ্দিন খিলজীর চিতোর গড় দখল (১৩০৩)। অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আস্তোনি ভান লিউভেনহুকের মৃত্যু (১৭২৩)। ফ্রান্সে মানবিক ও নাগরিক অধিকারের ঘোষণা গৃহীত (১৭৮৯)। ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ৩৬ হাজার লোকের প্রাণহানি (১৮৮৩)। মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত (১৯২০)। কলকাতায় প্রথম বেতার কেন্দ্র ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস চালু (১৯২৭)। কবি, গীতিকার, গায়ক অতুলপ্রসাদ সেনের মৃত্যু (১৯৩৪)। মাওলানা মওদুদীর নেতৃত্বে উপমহাদেশে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা (১৯৪১)। আজাদ হিন্দ ফৌজ গঠিত (১৯৪৩)।