এফএনএস : আজ (শনিবার) ২৭ আগস্ট, ২০২২। বিজাপুরের ইসমাইল আদিল শাহর মৃত্যু (১৫৩৪)। পালিলোরে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে হায়দার আলীর যুদ্ধ (১৭৮১)। ড্রেসডেনের যুদ্ধে অস্ত্রীয়দের পরাজয় (১৮১৩)। উপমহাদেশে ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জন্ম (১৮৬৯)। ইন্দোনেশিয়ায় বন্যা ও জলোচ্ছাসে ৩৬ হাজার লোকের প্রাণহানি (১৮৮৩)। ঐতিহাসিক পারি চুক্তি স্বাক্ষর (১৯২৮)। লর্ড মাউন্টব্যাটেন নিহত (১৯৭৯)। বাংলাদেশে দীর্ঘস্থায়ী বন্যা শুরু (১৯৮৮)। সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়ার পূর্ণ স্বাধীনতা ঘোষণা (১৯৯১)। বাংলাদেশে সন্তানের পরিচিতির ক্ষেত্রে পিতার নামের সঙ্গে মায়ের নামও উলেখের সিদ্ধান্ত (২০০০)।