এফএনএস : আজ (রোববার) ২৮ আগস্ট, ২০২২। রাজা প্রথম নিকোলাসের অধীনে মন্টিনিগ্রো স্বাধীন রাজ্য ঘোষিত (১৯১০)। নাগরিক অধিকারের দাবিতে ওয়াশিংটন ডিসিতে দুই লাখ কৃষ্ণাঙ্গের বিক্ষোভ মিছিল (১৯৬৩)। ভারত-পাকিস্তান বন্দী বিনিময় চুক্তি স্বাক্ষর (১৯৭৩)। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সাইদুর রহমানের মৃত্যু (১৯৮৭)। পশ্চিম জার্মানিতে বিমান দুর্ঘটনায় ৭০ জন নিহত (১৯৮৮)। বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৃতী অভিনেত্রী সুমিত্রা দেবীর মৃত্যু (১৯৯০)। বাংলাদেশে যমুনা বহুমুখী সেতুর বঙ্গবন্ধু সেতু’ নামকরণের সিদ্ধান্ত (১৯৯৭)।