এফএনএস : আজ (মঙ্গলবার) ৩০ আগস্ট, ২০২২। মিশরের রানী ক্লিওপেট্টার আত্মহত্যা (৩০ খৃ: পূর্ব)। আওরঙ্গজেবের ঘাতকের হাতে দারা শিকোহর মৃত্যু (১৬৫৯)। বুলগেরিয়ায় রাজপুত্র ওথো গ্রিসের রাজা নির্বাচিত (১৮৩০)। ব্রিটিশ ট্রাম সার্ভিস চালু (১৮৬০)। যক্ষায় আক্রান্ত হয়ে বিদূষী কবি তরু দত্তের মৃত্যু (১৮৭৭)। বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ (১৯৭৫)। ইরানের প্রেসিডেন্ট আলী রেজাই বোমা বিস্ফোরণে নিহত (১৯৮১)। ইতিহাস বিদ, শিল্পসমালোচক নিহাররঞ্জন রায়ের মৃত্যু (১৯৮১)। আজারবাইজানের স্বাধীনতা ঘোষণা (১৯৯১)। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে সংবিধান প্রণেতা খ্যাতিমান আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠিত (১৯৯৩)।