এফএনএস : আজ (বুধবার) ৩১ আগস্ট, ২০২২। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের ভারতের শাসন ভার গ্রহণ (১৮৫৮)। বঙ্গভঙ্গ বিল পাস (১৯০৫)। ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষর (১৯০৭)। কলকাতায় খাদ্যের দাবিতে কৃষকদের ভুখা মিছিলে গুলি বর্ষণ। ৮০ জন নিহত (১৯৫৯)। ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতা লাভ (১৯৬২)। ভারতের তৈরি উপগ্রহ রোহিনীর আকাশ পথে যাত্রা (১৯৬৮)। ইরানের খোরাসানে মারাত্মক ভ‚মিকম্পে ১৮ হাজার নিহত (১৯৬৮)। বাংলাদেশকে চীনের স্বীকৃতি (১৯৭৫)। সোভিয়েত ইউনিয়নভুক্ত উজবেকিস্তান ও কিরঘিজিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯৯১)। প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়না ও দোদি আল ফায়েদ নিহত (১৯৯৭)। ঢাকার মিরপুরে গার্মেন্টসে অগ্নিকান্ডে ২৬ জন নিহত (১৯৯৭)।