এফএনএস : আজ (বৃহস্পতিবার) ১ সেপ্টেম্বর’ ২০২২। ফ্রান্সের রাজা পঞ্চম লুই’র মৃত্যু (১৭১৫)। ব্রিটিশ রাজ কর্তৃক বঙ্গভঙ্গের নির্দেশ জারি (১৯০৫)। বঙ্গবীর ওসমানীর জন্ম (১৯১৮)। জাপানের টোকিও এবং ইয়াকোহামায় ভয়াবহ ভ‚মিকম্পে ২ লাখ লোকের মৃত্যু (১৯২৩)। জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা (১৯৩৯)। আজাদ হিন্দু ফৌজ প্রতিষ্ঠার কথা ঘোষণা (১৯৪২)। প্রিন্সিপাল আবুল কাশেমের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা (১৯৪৭)। ঔপন্যাসিক বিভ‚তিভ‚ষণ বন্দোপাধ্যায়ের মৃত্যু (১৯৫০)। কর্নেল গাদ্দাফির লিবিয়ার ক্ষমতা দখল (১৯৬৯)। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা (১৯৭৮)। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন কর্তৃক ১ সেপ্টেম্বরকে যুদ্ধবিরোধী দিবস ঘোষণা (১৯৮৫)। কৃষ্ণসাগরে সোভিয়েত জাহাজ ডুবে ৪ শতাধিক যাত্রী নিহত (১৯৮৬)।