এফএনএস : আজ (শনিবার) ০৩ সেপ্টেম্বর, ২০২২। সুলতান মাহমুদ গজনভীর ইন্তেকাল (১১৫২)। ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের পরিবর্তে জজীয় ক্যালেন্ডার প্রবর্তন। ফলে ৩ সেপ্টেম্বর হয়ে যায় ১৪ সেপ্টেম্বর (১৭৫২)। গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত (১৭৮৩)। কার্ল মার্কসের নেতৃত্বে জেনেভায় আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগেস অনুষ্ঠিত (১৮৬৬)। খ্যাতনামা চিত্রভিনেতা উত্তম কুমারের জন্ম (১৯২৬)। রঁমা রলা, অঁরি বারবুসি প্রমুখ খ্যাতিমান বুদ্ধিজীবীর নেতৃত্বে ব্রাসেলসে বিশ্বশান্তি সম্মেলন অনুষ্ঠিত (১৯৬৩)। জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির যুদ্ধ ঘোষণা (১৯৩৯)। কাতারের স্বাধীনতা লাভ (১৯৭১)।