এফএনএস : আজ (রোববার) ০৪ সেপ্টেম্বর, ২০২২। শেষ রোমান স¤্রাট রোমোলাস অগুস্তালাস ক্ষমতাচ্যুত (৪৭৬)। মোগল স¤্রাট আওরঙ্গজেব ও মারাঠা নেতা শিবাজির মধ্যে পুরন্দর চুক্তি স্বাক্ষর (১৬৬৫)। চিলির প্রথম রাষ্ট্রপতি জোসে মিগুয়েল কাররেখার মৃত্যু (১৮২১)। ফ্রান্সে তৃতীয় নেপোলিয়ন ক্ষমতাচ্যুত (১৮৭০)। সাহিত্যিক এস ওয়াজেদ আলীর জন্ম (১৮৯০)। লন্ডনের ক্রিস্টাল প্যালেসে বিশ্বের প্রথম বয় স্কাউট র্যালি অনুষ্ঠিত (১৯০৯)। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত (১৯১১)। কলকাতায় পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি প্রতিষ্ঠিত (১৯৪২)। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিনল্যান্ডের নিজেকে প্রত্যাহার (১৯৪৪)। ভিয়েতনামের বিপ্লবী নেতা হোচিমিনের মৃত্যু (১৯৬৯)। ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু (১৯৮০)।