এফএনএস : আজ (শুক্রবার) ১১ ফেব্র“য়ারি, ২০২২। কান্দাহারের বিরুদ্ধে দারাশিকোর তৃতীয় অভিযান (১৬৩৫)। ফরাসি বাহিনীর রোম দখল (১৭৯৮)। ব্রিটিশ আবহাওয়া দপ্তরে সর্বপ্রথম সপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইসু (১৮৭৮)। জাপানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টসহ ডায়েট সংবিধানে গ্রহণ (১৮৮৯)। ভ্যাটিকানের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি লাভ (১৯২৯)। ইয়াল্টা সম্মেলন সমাপ্ত। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে ঐকমত্য (১৯৪৫)। বিদ্রোহের পর ইরাকের নতুন সরকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি (১৯৬৩)। চীনের গৃহযুদ্ধের সময় বেইজিংয়ে মার্শাল ল’ জারি (১৯৬৭)। কমিউনিষ্ট সৈন্যবাহিনী কর্তৃক দক্ষিণ ভিয়েতনামে ৩শ’ বেসামরিক লোককে হত্যা করে গণকবরে সমাহিত (১৯৬৮)। ভারতের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদের মৃত্যু (১৯৭৭)। ২৭ বছর কারাভোগের পর দক্ষিন আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার মুক্তি লাভ (১৯৯০)।