এফএনএস : আজ (মঙ্গলবার) ০৬ সেপ্টেম্বর, ২০২২। তুরস্কের সুলতান প্রথম সুলায়মানের মৃত্যু (১৫৬৬)। মোগল স¤্রাট আকবরের আকস্মিক অসুস্থতা। সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ (১৬৫৭)। হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন (১৭৭৮)। ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু (১৮৮০)। মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হয়ে ৮ দিন পর মৃত্যু (১৯০১)। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিপোলিতু ইরিগুয়েন সামরিক অভ্যুখানে ক্ষমতাচ্যুত (১৯৩০)। জার্মানির বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার যুদ্ধ ঘোষণা (১৯৩৯)। ম্যানিলায় ৮টি দেশের প্রতিনিধিদের সিয়াটো চুক্তি স্বাক্ষর (১৯৫৪)। দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হেনড্রিক ডারওয়ের্ড কেপটাউনে পার্লামেন্ট অধিবেশনের সময় উচ্ছৃঙ্খল যুবকের ছুরিকাঘাতে খুন (১৯৬৬)। ব্রিটেনের কাছ থেকে সোয়াজিল্যান্ডের স্বাধীনতা লাভ (১৯৬৮)। ৯০’র গণআন্দোলনে শহীদ জেহাদের জন্ম (১৯৬৯)। তুরস্কে ভ‚মিকম্পে ২৩ শতাধিক লোক নিহত (১৯৭৫)। গীতিকার, সুরকার সলিল চৌধুরীর মৃত্যু (১৯৯৫)। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টিক্রিয়ার পর প্রিন্সেস ডায়না সমাহিত (১৯৯৭)।