এফএনএস : আজ (সোমবার) ১২ সেপ্টেম্বর, ২০২২। কুতুবুদ্দিন খান বিহার ও বাংলার সুবাদার নিযুক্ত (১৬০৬)। লর্ড কর্নওয়ালিসের গভর্নর জেনারেলের দায়িত্বভার গ্রহণ (১৭৮৬)। ইংরেজদের সাইপ্রাস দখল (১৮৭৮)। ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ কর্মীর ফাঁসি (১৯১৫)। চাঁদে পৌঁছার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রথম নভোযান লুনা-২ উৎক্ষেপণ (১৯৫৯)। ইথিওপিয়ার স¤্রাট হাইলি সেলাসি সামরিক অভ্যুখানে ক্ষমতাচ্যুত (১৯৭৪)। মস্কোতে দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষর (১৯৯০)। হোয়াইট হাউসে ইসরাইল এবং পিএলও ফিলিস্তিনিদের সীমিত স্বায়ত্তশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর (১৯৯৩)।