এফএনএস : আজ (শুক্রবার) ১৬ সেপ্টেম্বর, ২০২২। তুর্কী সুলতান দ্বিতীয় সেলির ক্ষমতা লাভ (১৫৬৬)। ইংল্যান্ডের রাজ্যচ্যুত রাজা দ্বিতীয় জেমসের মৃত্যু (১৭০১)। ইরাকের শাহ রেজা খান পাহলভির সিংহাসন ত্যাগ (১৯৪১)। আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু (১৯৫৫)। মালয়েশিয়ার জন্ম লাভ (১৯৬৩)। পাপুয়া নিউগিনির স্বাধীনতা লাভ (১৯৫৫)। উত্তর-পূর্ব ইরানে ভয়াবহ ভ‚মিকম্পে ২৫ হাজার নিহত (১৯৭৮)।